জানুন CHRISTMAS বা বড়দিনের তাৎপর্য ঃ
প্রকৃতির বিধানে বর্ষ পরিক্রমায় বড়দিন ফিরে আসে যেন অন্ততপক্ষে আমরা যারা যীশু খ্রীষ্টকে মানবজাতির পরিত্রাতা রুপে বিশ্বাস করি , তারা চিন্তা চেতনায় ও অন্তরাত্মায় এদিনের তাত্পর্য্যকে উপলদ্ধি করে খ্রিষ্টের আদর্শকে অনুসরন করতে চেষ্টা করি প্রথাগতভাবে এদিনটি পালিত হয় যীশু খ্রীষ্টের জন্মবার্ষিকী রুপে, যা বড়দিন বা ক্রিসমাস নামে পরিচিত ৷
যেকোন সুসংবাদ যেমন আমাদের জীবনে আনন্দ বয়ে আনে ঠিক একইভাবে দুঃসংবাদ আমাদের ব্যথিত করে ৷ আজ এই শুভ দিনে আপনাকে একটি সর্বশ্রেষ্ঠ সুসংবাদ উপহার দিতে চাই৷ এই লেখাটি পড়তে পড়তে ক্রমশই সুসংবাদটি আপনার নিকট স্পট হয়ে উঠবে এবং একটি সর্বশ্রেষ্ঠ সুসংবাদ প্রাপ্তির আনন্দে আপনি নিশ্চয় আনন্দিত হবেন ৷
আসুন আমরা ফিরে যাই অতীতে সৃষ্টির সূচনা লগ্নে , পবিত্র বাইবেল বলে ঈশ্বর মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেন৷ সে সময় পৃথিবীতে কোন পাপ ছিল না ৷ কিন্তু মানুষ শয়তান দ্বারা প্ররোচিত হয়ে ঈশ্বর এর অবাধ্য হলেন এবং পৃথিবীতে পাপের জন্ম দিলেন ৷ এর ফলে ঈশ্বর এবং মানুষ এর মধ্যে দূরত্বের সৃষ্টি হল ৷ ঈশ্বর মানুষকে এদন উদ্যান থেকে তাড়িয়ে দিলেন এবং মানুষ এর জীবনে মৃত্যু ( বা অনন্ত মৃত্যু অর্থাৎ ঈশ্বর এর থেকে অনন্ত কালের জন্য আলাদা হওয়া এবং অনন্তকালিন নরকে পড়া ) নেমে এল৷ " এক মনুষ্য দ্বারা পাপ, ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল" (রোমীয় ৫:১২) ৷
এরপর মানুষ বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ (পূজা , তীর্থযাত্রা, পশু বলি, দান ধ্যান প্রভৃতি ) এর দ্বারা ঈশ্বর এর কাছে পৌঁছানোর চেষ্টা করতে লাগল ৷ কিন্তু কোন কিছুর দ্বারা মানুষ ঈশ্বর এর কাছে পৌঁছাতে পারল না , কারন বাইবেল বলে " ধার্মিক কেহই নাই, এক জনও নাই " , " কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বর এর গৌরব বিহীন হইয়াছে " (রোমীয় ৩:১০,২৩) কোন পশু বা পাখির রক্ত আমাদের এই পাপ থেকে মুক্তি দিতে পারে না ৷ পাপের মুক্তির জন্য একজন নিষ্পাপ মানুষের রক্তের প্রয়োজন ছিল৷ " কারন রক্ত সেচন ব্যতিরেকে পাপমোচন হয় না " (ইব্রিয় ৯:২২)
তাই আজ থেকে প্রায় ২০০০ বছর আগে ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে আসলেন ৷ " আর সেই বাক্য মাংসে মূর্ত্তিমান হইলেন " (যোহন ১:১৪) ৷ মানুষের সামগ্রিক পরিত্রাণের জন্য প্রভু যীশু খ্রীষ্ট নিতান্ত এক অসহায় ও দিন - দরিদ্র বেশে এক কুমারীর গর্ভে জন্মেছিলেন ৷ তার মধ্যে কোন পাপ ছিল না কারন তিনি ঈশ্বর ছিলেন ৷ যীশু জন্মেছিলেন যেন আমরা পাপ থেকে মুক্তি লাভ করি ৷ ফলতঃ তিনি ক্রুশে মৃত্যুবরণ করার জন্যই এসেছিলেন ৷ যীশুকে ক্রুশে হত্যা করা হয়েছিল , এটি মানুষ করতে পারেনি কিন্তু যীশুকে ঈশ্বর নিজেই ক্রুশে মৃত্যুর জন্য সমর্পণ করেছিলেন যেন মানুষ পাপের মুক্তি লাভ করে ৷ " শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উথ্থাপিত হইয়াছেন৷"(১ম করি ১৫:৩-৪) ৷ যীশু মারা গিয়েছিলেন , কবরে গিয়েছিলেন কিন্তু মৃত্যুর তিন দিন পর জীবিত হয়ে উঠেছিলেন এবং চল্লিশ দিন এই পৃথিবীতে ছিলেন এবং অনেক লোকের সাক্ষাতে স্বর্গে উঠেছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন আবার ফিরে আসবেন ৷ সেদিন প্রত্যেক হাটুঁ তার সামনে নত হবে এবং প্রত্যেক জিহ্বা তাকে প্রভু বলে স্বীকার করবে ৷
সুসংবাদটি হল এই যে প্রভু যীশু আমাদের সমস্ত পাপের শাস্তি তিনি নিজে নিয়েছেন ৷ যীশুর রক্ত আমাদের সমস্ত পাপ হতে শুচি করে ৷ আমরা সবাই পাপী এবং ঈশ্বরের দৃষ্টিতে অধার্মিক হয়েছি কিন্তু তার প্রিয় পুত্র প্রভু যীশুকে বিশ্বাসের দ্বারা আমাদের সমস্ত পাপের ক্ষমা হয় ৷ আমরা ধার্মিক গনিত হই এবং অনন্ত জীবন লাভ করতে পারি ৷ " কারন ঈশ্বর জগতকে এমন প্রেম করিলেন যে , আপনার একজাত পুুুত্রকে দান করিলেন যেন , যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায় ৷" (যোহন ৩:১৬) ৷ " কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন " (রোমীয় ৬:২৩)
" কারন তুমি যদি মুখে যীশুকে প্রভু বলিয়া স্বীকার কর, হৃদয়ে বিশ্বাস কর যে , ঈশ্বর তাহাকে মৃতগনের মধ্য হইতে উথ্থাপন করিয়াছেন , তবে পরিত্রান পাইবে " ৷(রোমীয় ১০:৯)
" যীশু তাহাকে বলিলেন , আমি পথ ও সত্য ও জীবন " ৷ (যোহন ১৪:৬)
যদিও ২৫ শে ডিসেম্বর প্রভু যীশুর জন্মদিন পালন করা হয় তথাপি যে মুহূর্তে আপনি যীশুকে প্রভু বলে হৃদয়ে স্বীকার করেন সেই মুহূর্তে তিনি আপনার জীবনে জন্মলাভ করেন৷ এবং আপনি এক নতুন আনন্দ লাভ করতে পারেন ৷
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ৷ আপনি যদি প্রভু যীশুর সম্পর্কে আরও জানতে চান তাহলে নিকটবর্তী কোন চার্চ বা খ্রীষ্ট উপাসনালয় এ যোগাযোগ করুন৷ I
WISH YOU A VERY HAPPY CHRISTMAS, GOD BLESS YOU
সবাইকে Share করুন এবং জানাতে সাহায্য করুন🙏🙏
Email: sukumar70066@gmail.com
0 মন্তব্যসমূহ