Use translator to translate this page

মৃত্যুর পর আপনি কোথায় যাচ্ছেন ?

মৃত্যুর পর আপনি কোথায় যাচ্ছেন ? 
             Read this in English
প্রশ্নটি শুনে হয়তো আপনি চমকে গেছেন কিন্তু আপনি যে ধরনেরই লোক হন না কেন আপনার এই প্রশ্নের উত্তর জানাটা খুবই জরুরি। একটু গভীর ভাবে চিন্তা করুন মৃত্যুর পর আপনি কোথায় যাচ্ছেন ? আপনি ধার্মিক কিংবা অধার্মিক যাই হন না কেন মরতে আপনাকে হবেই । মৃত্যু ধনী, দরিদ্র, শিশু, বয়স্ক, ধার্মিক অথবা অধার্মিক কাউকেই ছাড়ে না। সময় এলে মরতে আপনাকে হবেই । এই পৃথিবীতে অনেক বড় বড় মহাপুরুষের জন্ম হয়েছে কিন্তু তারা সবাই মারা গেছেন । কিন্তু যারা মারা যায় তারা কোথায় যায় ?
   Read this Article in English


         আমরা মানুষেরা হোটেলে ঢোকা নিছক এক অতিথি মাত্র । আমরা এই পৃথিবীতে জন্ম নিই, কিছুকাল সময় কাটাই, বিভিন্ন কাজকর্ম করি এবং নিরুপিত সময় শেষ হয়ে যাওয়ার পর আবার ঘরে ফিরে যাই! অন্য ভাবে বলা যায় আমরা মারা যাই এবং ধুলোয় মিশে যাই । অতএব আমরা কোথা থেকে এসেছি আর কোথায় বা যাচ্ছি ? আমাদের জীবনের ব্যাস্ততার মধ্যে আমরা কখনো এইসব প্রশ্ন নিয়ে ভাবিনা অথচ এই প্রশ্নটি আপনার জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ । 
তাহলে মৃত্যুর পর কি ?
পবিত্র বাইবেল আমাদের বলেঃ আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে ( ইব্রিয় ৯ঃ ২৭ ) । 
নিজেকে ঠকাবেন না , মৃত্যুর পর আপনি আবার গরু,ছাগল কিংবা অন্য কোন জীব রুপে জন্মাবেন না । আপনাকে ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাড়াতে হবে । আপনি যদি ধার্মিক হন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্ত সুখের "স্বর্গ" । আর আপনি যদি অধার্মিক হন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্ত নরক । 
নিচে দেওয়া বাইবেল এর পদ্গুলি পড়ুন 
"কেননা এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে তাঁহার রব শুনিবে, এবং যাহারা সৎকার্য করিয়াছে, তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যাহারা অসৎকার্য করিয়াছে, তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে" । ( যোহন ৫ঃ ২৮-২৯ ) 
"আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে- কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশে, এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশে"। ( দানিয়েল ১২ঃ ২ ) 

        মৃত্যু পর কিছু মানুষ যেখানে অনন্ত জীবনের অধিকার লাভ করবে, সেখানে অন্যেরা অনন্ত নরক ভোগের বা অনন্ত মৃত্যুর উদ্দেশে দণ্ডিত হবে। 

এখন নিজেকে প্রশ্ন করুন আপনি কি একজন ধার্মিক মানুষ ? 
আমি জানি অনেকেরই উত্তর হবে হ্যাঁ । এবং অনেকেই মনে করেন যে তারা মৃত্যুর পর স্বর্গে গিয়ে থাকবেন কারন তারা সেরকম কোন পাপ করেননি । এবং কয়েক বছর আগে কেউ যদি আমাকে এই প্রশ্নটা করতো তাহলে আমার উত্তরও এরকম হতো । আমি নিজেকে খুবই ধার্মিক ব্যাক্তি মনে করতাম কারন আমি জীবনে কোনদিন এমন কোন খারাপ কাজ করিনি যেগুলো সমাজের চোখে খারাপ ছিল । আমার মতে শুধুমাত্র চুরি করা, মদ খাওয়া, কিংবা খুন করা এগুলো ছিল মহাপাপ ।  কিন্তু আমি যখন বাইবেল এর একটি পদ পড়লাম যেখানে লেখা আছে "কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে" ( রোমীয় ৩ঃ ২৩) তখন এক মুহূর্তের জন্য অবাক হয়ে গিয়েছিলাম কারন এরকম কথা আমি আগে কখনও শুনিনি । আমি অবাক হয়ে গিয়েছিলাম কারন এখানে সবার কথা বলা হয়েছে । যেহেতু সবাই পাপী তাই আমিও পাপী । মুহূর্তের মধ্যে আমার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসলো । সমস্ত খারাপ কাজ গুলি আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো । স্কুল জীবনে বলা সমস্ত মিথ্যে , মেয়েদের প্রতি খারাপ দৃষ্টিতে তাকানো, নোংরা ছবি দেখা, সমস্ত কিছুই তখন আমার চোখের সামনে ভেসে উঠছিল । এবং এই সমস্ত কাজগুলি আমার পাপ স্বভাবকে প্রকাশ করে দিচ্ছিল কারন আমি জানি এই কাজ গুলি কেউ আমাকে শিখিয়ে দেয়নি । 

আমি আরও পদ পড়লাম বাইবেল থেকে যেখানে লেখা ছিল-  ‘ধার্মিক কেহই নাই, একজনও নাই, বুঝে, এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে, এমন কেহই নাই।সকলেই বিপথে গিয়াছে, তাহারা এক সঙ্গে অকর্মণ্য হইয়াছে;সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। তাহাদের কন্ঠ অনাবৃত কবরস্বরূপ;তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে;তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কালসর্পের বিষ থাকে;তাহাদের মুখ অভিশাপ ও কটুকাটব্যে পূর্ণ;তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত।তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ,এবং শান্তির পথ তাহারা জানে নাই;ঈশ্বর-ভয় তাহাদের চক্ষুর অগোচর।” ( রোমীয় ৩ঃ ১০-১৮ ) 

আমি কাঁদছিলাম কারন আমার করা সমস্ত পাপ গুলি আমার চোখের সামনে ভাসছিল । আমার জন্য অপেক্ষা করছিল অনন্ত নরক । কিন্তু তবুও আমি পরের পদ গুলি পড়তে লাগলাম এবং আমার মন আনন্দে ভরে উঠলো কারন আমি পড়লাম- 
             "উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিক গণিত হয়।" যদিও আমি যীশুর সম্পর্কে তখন বেশি কিছু জানতাম না তবুও আমার মন আনন্দে ভেসে যাচ্ছিল । 
এরপর ঈশ্বরের একজন দাস আমাকে বাইবেলের এই পদগুলি পড়তে দিলেন - 
“ঈশ্বর জ্যোতি, এবং তাঁহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। আমরা যদি বলি যে, আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। যদি আমরা বলি যে, পাপ করি নাই, তবে তাঁহাকে মিথ্যাবাদী করি, এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই।” ( ১ম যোহন ১ঃ ৫-৯ ) 



আমি আরও পড়লামঃ  “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।” ( যোহন ৩ঃ ১৬ ) 
“শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;” ( 1st cor 15:3-4) 
যীশু মারা গেছিলেন কিন্তু তিনি আবার তৃতীয় দিবসে জীবিত হয়েছেন । এটা শোনার পর যীশুর ঈশ্বরত্ব নিয়ে আমার মনে কোন সংশয় থাকল না । আমি বিশ্বাস করলাম যে যীশু ঈশ্বর এর পুত্র ছিলেন এবং তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন । 
আমি সমস্ত পদ গুলি মন দিয়ে পড়ছিলাম এবং মনে হচ্ছিল ঈশ্বর আমার সাথে কথা বলছে ।  আমি সঙ্গে সঙ্গে যীশুর কাছে প্রার্থনা করতে শুরু করলামঃ 

"প্রভু যীশু আমি একজন পাপী । আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি । আমি নিজেকে ধার্মিক মনে করতাম কিন্তু আসলে আমি একজন পাপী । আমার সকল পাপ ক্ষমা কর । আমি বিশ্বাস করি যে তুমি আমার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরন করেছো এবং তৃতীয় দিবসে আবার জীবিত হয়ে উঠেছ । আজ থেকে আমি নিজেকে তোমার কাছে সমর্পিত করছি । তুমি আমাকে নতুন জীবনে পরিচালিত করো । প্রভু যীশুর নামে চাই । আমেন। " 

আমি সেদিন প্রার্থনা করেছিলাম এবং নিশ্চিত হয়েছিলাম যে প্রভু যীশু আমার সকল পাপ ক্ষমা করেছেন এবং আমাকে অনন্ত জীবন দিয়েছেন । এরপর আমি আর একটি পদ পড়লাম- “ যীশু তাঁহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে কখনও মরিবে না। “ (john 11:25)

আমি জানি আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে প্রভু যীশুর সাথে স্বর্গে থাকবো কারন তিনি আমার সকল পাপ ক্ষমা করেছেন । এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে " মৃত্যুর পর আপনি কোথায় যাবেন ?" - আমি বেশ সাহস করেই বলি আমি স্বর্গে যাব কারন যীশু স্বর্গে আছেন এবং তিনি মৃত্যুকে জয় করেছেন ।  
আপনি কি নিশ্চিত যে আপনি স্বর্গে যাচ্ছেন ? জগতের কথায় কান দেবেন না । যীশু ছাড়া আর কেউ আপানার পাপ ক্ষমা করতে পারবে না । আপনার সৎকর্ম আপনাকে বাঁচাতে পারবেনা । আপনি  তীর্থ যাত্রা করুন কিংবা ধর্মকর্ম করুন , কোন কিছুই আপনার পাপ ক্ষমা করতে পারে না । কারন বাইবেলে লেখা আছে "রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না। " আরও লেখা আছে " যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে" । 
ভেবে দেখুন মৃত্যুর পর আপনি আপনার অনন্ত কাল কোথায় কাটাবেন নরকে অগ্নিহ্রদে ? নাকি ঈশ্বর এর সাথে অনন্ত স্বর্গে ? 
প্রভু যীশুতে বিশ্বাস করুন এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হন । তিনি আপনাকে অনন্ত জীবন দেবেন । " তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে" । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ